তানোরে ৮০লিটার চোলাই মদসহ ৪জন ও ২জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় ইং ০৬/১১/২০২২ তারিখ তানোর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৫ (পনের) লিটার চোলাইমদসহ ০১ (এক) জন আসামী ১। স্বপন সরেন(৩২), পিতা-ধুমা সরেন , সাং-আলপাকা রুপচানের বাড়ীর পার্শ্বে থানা-পত্নীতলা জেলা-নওগাঁ, বর্তমান সাং-বনকেশর শ্বশুড় মৃত-সনাতন মুর্মু ) , থানা- তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-০৮, তারিখ-০৬/১১/২০২২খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(খ) রুজু করা হয় এবং পৃথক আরো একটি অভিযান পরিচালনা করিয়া ৮০(আশি) লিটার চোলাইমদসহ ০৪ (চার) জন আসামী ১। শান্ত টুডু(৩৫), পিতা-নরেন টুডু , সাং-বিল্লী হাটপাড়া, বর্তমানে সাং-অমৃতপুর ২। মোঃ এমদাদুল হক(৩৭), পিতা-নজরুল ইসলাম , সাং- অমৃতপুর, ৩। ললিত সরেন(৩৫), পিতা-অনিল সরেন, সাং-দরগাডাঙ্গা, ৪। কমেলা সরেন(৩২), পিতা- কবিরাজ সরেন (খরিয়া) , স্বামী- শান্ত টুডু , সাং-বিল্লী হাটপাড়া, বর্তমানে সাং-অমৃতপুর, সর্ব থানা- তানোর, জেলা –রাজশাহীদের গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-০৯, তারিখ-০৬/১১/২০২২খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ রুজু করা হয়। পৃথক অভিযান পরিচালনা করিয়া CR-W/A পরোয়ানা মূলে ০২ (দুই) জন আসামী ১। মোঃ আফজাল হোসেন(৩৯), পিতা-মোঃ নছির উদ্দীন , সাং- তালন্দ ২। মোঃ ইনছান আলী(৪৫), পিতা- মৃত মুরাদ আলী , সাং-মানিক কন্যা, উভয় থানা- তানোর, জেলা –রাজশাহীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সর্বমোট ০৭ (সাত) জন আসামীকে অদ্য ইং ০৭/১১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।