ঈশ্বরদীতে বিষপানে আত্মহত্যা
" ইনসিডেন্ট রিপোর্ট "
তারিখ ০৫/১১/২০২২ ইং
১। ইউনিটের নাম-ঈশ্বরদী থানা, পাবনা।
২। বিষয়- বিষ পান করে আত্মহত্যার সংবাদ প্রেরন প্রসঙ্গে।
৩। ঘটনা তারিখ ও সময়: ০১/১১/২০২২ ইং তারিখ অনুমান ১৭:৩০ ঘটিকায় ।
৪। স্থান-ঈশ্বরদী থানাধীন বাড়ইমারি গ্রামস্ত ভিকটিম এর বাবার বাড়িতে।
৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরন ঃ
ভিকটিম মেঘলা খাতুন (২০), পিতা- মোঃ মান্নান প্রামানিক, ভাড়ইমারি স্কুল পাড়া, থানা- ঈশ্বরদী জেলা পাবনা এইচ এস সি পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে। ভিকটিম মেঘলা দীর্ঘ দিন যাবৎ নিউমোনিয়া সহ বিভিন্ন জটিল শারিরীক ও মানসিক রোগে ভুগতে ছিলো। গত ১/১১/২২ ইং সন্ধ্যা ১৭ঃ৩০ ঘটিকার সময়
সকলের অগোচরে বিষ পান করে অসুস্থ হয়ে চিৎকার করিলে আশেপাশে লোকজন আগাইয়া আসিয়া তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা অবস্থায় ভিকটিমের শারীরিক অবস্থা অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আজ ০৫/১১/২২ ইং অনুমান ১৪.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন ।
৬। ভিকটিমের সংখ্যা- ০১(এক) জন মেঘলা খাতুন (২০),
০৭। উদ্ধার-
০৮। আসামি অভিযুক্তের নাম: নাই।
০৯। গ্রেপ্তার/ আটক: নাই।
১০। গৃহিত ব্যবস্থাঃ ঈশ্বরদী থানার অপমৃত্যু মামলা নং ৭৩ তাং ৫/১১/২২ ইং, রুজু করিয়া এসআই মো জুলহাস উদ্দিন এর উপর তদন্তভার অর্পণ করা হইয়াছে ।লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হইয়াছে।
১১। বর্তমান অবস্থাঃ-
১২। মন্তব্য:
তথ্য প্রদানে
অরবিন্দ সরকার
অফিসার ইনচার্জ
ঈশ্বরদী থানা, পাবনা
দুঃখজনক ঘটনা