৪ এপিবিএন, বগুড়া কিট প্যারেড অনুষ্ঠিত
“৪ এপিবিএন, বগুড়া কিট প্যারেড অনুষ্ঠিত”
০৬ নভেম্বর ২০২২ খ্রিঃ, রবিবার ৪ এপিবিএন, বগুড়ার কল্যাণ শেড এ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। অত্র ব্যাটালিয়নের সকল অফিসার ও র্ফোসগণ তাদের নামে ইস্যুকৃত সরকারি মালামালসহ সক্রিয়ভাবে কিট প্যারেডে অংশগ্রহণ করেন। জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ৪ এপিবিএন, বগুড়া মহোদয় সালাম গ্রহণ করেন।
কিট প্যারেড পরিদর্শন কালে ইস্যুকৃত সরকারি মালামাল যথাযথভাবে সংরক্ষণ ও উপস্থাপন করা হয়। উক্ত কিট প্যারেডে অফিসার ও ফোর্সদের টার্ন আউট, ডিসিপ্লিন ও ফিটনেসের ব্যাপারে আরও যত্নবান হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও অত্র ব্যাটালিয়নের মাননীয় অধিনায়ক মহোদয় ফোর্সের কল্যানে এডিস(ডেঙ্গু) মশা হতে রক্ষা পাওয়ার জন্য ডেঙ্গু প্রতিরোধমূলক মেডিসিন স্প্রে করেন।