৪ এপিবিএন, বগুড়া কিট প্যারেড অনুষ্ঠিত

 “৪ এপিবিএন, বগুড়া কিট প্যারেড অনুষ্ঠিত”  



০৬ নভেম্বর ২০২২ খ্রিঃ, রবিবার ৪ এপিবিএন, বগুড়ার কল্যাণ শেড এ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। অত্র ব্যাটালিয়নের সকল অফিসার ও র্ফোসগণ তাদের নামে ইস্যুকৃত সরকারি মালামালসহ সক্রিয়ভাবে কিট প্যারেডে অংশগ্রহণ করেন। জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ৪ এপিবিএন, বগুড়া মহোদয় সালাম গ্রহণ করেন।




 কিট প্যারেড পরিদর্শন কালে ইস্যুকৃত সরকারি মালামাল যথাযথভাবে সংরক্ষণ ও উপস্থাপন করা হয়। উক্ত কিট প্যারেডে অফিসার ও ফোর্সদের টার্ন আউট, ডিসিপ্লিন ও ফিটনেসের ব্যাপারে আরও যত্নবান হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও অত্র ব্যাটালিয়নের মাননীয় অধিনায়ক মহোদয় ফোর্সের কল্যানে এডিস(ডেঙ্গু) মশা হতে রক্ষা পাওয়ার জন্য ডেঙ্গু প্রতিরোধমূলক মেডিসিন স্প্রে করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url