পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে নিহত
*“ইনসিডেন্ট রিপোর্ট”*
তারিখঃ ০৬/১১/২০২২ খ্রিঃ।
১। ইউনিটের নামঃ চাটমোহর থানা, পাবনা।
২। বিষয়ঃ ট্রেনে কাটা পড়ে মৃত্যু প্রসঙ্গে।
৩। ঘটনার তারিখ ও সময়ঃ ইং ০৬/১১/২০২২ খ্রিঃ; বিকাল অনুমান ০৪.০০ ঘটিকা।
৪। ঘটনাস্থলঃ অত্র চাটমোহর থানাধীন ডিবিগ্রাম ইউনিয়নস্থ গফুরা বাদ রেলস্টেশন হতে পশ্চিমে শ্রীরামপুর বিলের মাঝে 11 নং রেলওয়ে ব্রিজের পাশে রেল লাইনের উপর।
৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ অদ্য ০৬/১১/২০২২ খ্রিঃ; বিকাল অনুমান ৪ ঘটিকার সময় রংপুর হতে ঢাকা গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে মো: মেহেদী হাসান (২২), পিতা-মোঃ জহুরুল ইসলাম, মাতা- মোছাঃ- মলিনা খাতুন সাং-ভেননা বাড়ি, থানা- চাটমোহর,জেলা-পাবনা চাটমোহর থানাধীন ডিবিগ্রাম ইউনিয়নস্থ গফুরাবাদ রেলস্টেশন হতে পশ্চিমে শ্রীরামপুর বিলের মাঝে 11 নং রেলওয়ে ব্রিজের পাশে রেল লাইনের উপর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে চাটমোহর থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে । ভিকটিম মেহেদী হাসান তার মামা মোঃ সুজন মোল্লা পিতা-মৃত মহির উদ্দিন ইউপি-চাঁদবা,থানা-আটঘরিয়া,জেলা-পাবনা ০১৭৯৯০৮২৬৪০ এর বাড়িতে অনুমান ২০-২৫ দিন আগে বেড়াতে আসে। ভিকটিম মেহেদী হাসান এর মাথার সমস্যা রয়েছে বলে তার মামা জানায়। ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের এখতিয়ারয়াধীন হওয়ায় রেলওয়ে থানা সিরাজগঞ্জকে অবহিত করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে।
৬। ভিকটিমের সংখ্যা ও বিবরণঃ ০১ জন, :
মোঃ মেহেদী হাসান, (২২) পিতা-মোঃ জহুরুল ইসলাম,মাতা- মোছাঃ- মলিনা খাতুন সাং- ভেননা বাড়ি,থানা- চাটমোহর,জেলা-পাবনা
৭। উদ্ধারঃ নাই
৮। আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানাঃ নাই
৯। গ্রেফতারঃ
১০। গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি)ঃ রেলওয়ে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করিবেন ।
১১। আইন-শৃঙ্খলা পরিস্থিতিঃ স্বাভাবিক।
১২। মন্তব্যঃ
মোহাম্মদ জালাল উদ্দিন
অফিসার ইনচার্জ
চাটমোহর থানা, পাবনা।