মানবপাচার প্রতিরোধে আরো কঠোর ভূমিকা পালন করবে সিআইডি : সিআইডি প্রধান
মানবপাচার প্রতিরোধে আরো কঠোর ভূমিকা পালন করবে সিআইডি : সিআইডি প্রধান
জাতিসংঘের Special Rapporteur (SR) On Trafficking in Persons, Specially Women and Children Ms. Siobhan Mullally অদ্য ০৭/১১/২০২২ খ্রিঃ বেলা ১৩.০০ ঘটিকায় অতিরিক্ত আইজিপি, সিআইডি জনাব মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম এর সহিত সাক্ষাৎ করেন। এ সময় Ms. Clara Pascual de Vergas, Human Rights officer, Office of the High Comission of Human Rights, Geneva এবং জনাব মোঃ নজরুল ইসলাম বিশেষ পুলিশ সুপার, সিরিয়াস ক্রাইম, সিআইডি উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে অতিরিক্ত আইজিপি সিআইডি মহোদয় জানান যে, বর্তমান সময়ে মানব পাচার একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মানব পাচারের উৎসদেশ এবং ট্রানজিট ও গন্তব্যভূমি হিসেবেও ব্যবহৃত হচ্ছে। মানব পাচার প্রতিরোধ এবং মানব পাচারের শিকার ব্যক্তিদের শনাক্তকরণ ও মানব পাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডি সর্বদা তৎপর রয়েছে। সিআইডির মানব পাচার ইউনিট এ লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। এ সময় সিআইডি প্রধান মানব পাচার প্রতিরোধে আরো কঠোর ভূমিকা পালনে দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিগত ২০২০ সালে লিবিয়ায় আন্তর্জাতিক মানব পাচারকারী চেক্রের হাতে নিহত ৩৮ বাংলাদেশী নাগরিকের আত্বীয় স্বজন কর্তৃক দায়েরকৃত চাঞ্চল্যকর ২৫টি মামলার তদন্ত সফল ভাবে সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট প্রদান করেছে। সিআইডি লিবিয়া, মধ্যপ্রাচ্য সহ বিশে^র বিভিন্ন দেশে মানব পাচারকারী বাংলাদেশী আসামীদের শনাক্ত করতঃ মানব পাচার আইনে নিয়মিত মামলা রুজু সহ মানিলন্ডারিং আইনে ব্যবস্থা গ্রহণ করছে। জাতিসংঘের Speccial Reporter Ms. Siobhan Mullally মানব পাচার প্রতিরোধে সিআইডি কর্তৃক গৃহীত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সকল ধরনের লজিস্টিকস সহায়তা প্রদানে আশ্বাস দেন।