প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ২ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করল পুলিশ
বগুড়ার শিবগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ঘটনার দুই ঘণ্টার মধ্যে ওই ধর্ষক সাবার আলীকে (৪০) আটক করেছে। শুক্রবার দুপুরে উপজেলার কিচক ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষক সাবার আলী ওই গ্রামের মৃত আছাদ আলীর ছেলে। তিনি দুই সন্তানের বাবা।
গ্রামবাসী সূত্রে জানা যায়, সাবার আলী শুক্রবার দুপুর ১২ টার দিকে একই গ্রামের প্রতিবন্ধী শিশুকে (১৪) বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিশু তার বাবাকে ইশারায় পরণের কাপড় ও অন্য বিষয়ে জানালে তারা বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি গ্রামে জানাজানি হলে ধর্ষক সাবার গা ঢাকা দেন!
এ ঘটনায় শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম বদিউজ্জামান ও কিচক ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা মো. সহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধর্ষক সাবারকে আটক করেন।
শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুকে মেডিক্যাল পরীক্ষার জন্য থানা হেফাজতে রাখা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।