সিরাজগঞ্জে খড়ের গাদার নিচ থেকে কিশোরের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের ফুলবাড়িতে ধানক্ষেতের খড়ের গাদার নিচ থেকে শরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ী তালতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শরিফুল ইসলাম ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের ওয়াসিম সেখের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের বাবা ওয়াসিমসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি শরিফুল। স্বজনরা রাতে অনেক খুঁজেও তাকে পায়নি। পরে শুক্রবার সকালে ফুলবাড়ি তালতলা এলাকার ধানক্ষেতের মধ্যে খড়ের গাদার নিচে তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, নিহত কিশোরের গলায় গেঞ্জি পেঁচানো ছিল। মুখের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে খড়ের গাদার নিচে লাশ লুকিয়ে রাখা হয়েছিল।
সূত্র ঃঃ নয়া দিগন্ত 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url