ইট দিয়ে নারী শ্রমিকের মাথায় বাড়ি, পিটিয়ে গুরুতর জখম ইটভাটা ম্যানেজারের কাণ্ড
রাশিদা (৩৮) নামে এক নারী শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করেছেন ইটভাটার ম্যানেজার কামরুল ইসলাম।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় খোয়ারপাড়া (এমজেডএম) ইটভাটায় ঐ ঘটনা ঘটেছে।
আহত শ্রমিক রাশিদাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের চিকিত্সক আরিফা আফরোজ জানান, আহত রাশিদার মাথার বাম পাশে আটটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। আহত রাশিদা ঐ ইটভাটাসংলগ্ন খেয়ারপাড়া মহল্লার ভ্যানচালক জয়তা প্রামাণিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে ম্যানেজারের সঙ্গে রাশিদার বাগিবতণ্ডা হচ্ছিল। একপর্যায়ে কামরুল ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে রাশিদার মাথায় আঘাত করেন। এতে রাশিদা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় কামরুল গাছের ডাল দিয়ে রাশিদাকে এলোপাতাড়ি প্রহার করেন। ঘটনার পর ম্যানেজার কামরুল ইসলাম পালিয়ে যান। তিনি চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার আব্দুল কাদেরের ছেলে।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।