জয়পুরহাট থানার বিশেষ অভিযানে ২০০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৪ লিটার দেশীয় চোলাই মদসহ ০৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 



জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানা পুলিশ কর্তৃক জয়পুরহাট থানার বিশেষ অভিযানে ২০০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৪ লিটার দেশীয় চোলাই মদসহ ০৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।




জয়পুরহাট থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই(নিঃ)মোঃ জিয়াউর রহমান নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ রুবেল হোসেন, এসআই(নিঃ) আল আমিন, এএসআই (নিঃ) মোঃ মজিবুল ইসলামসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গত ২৮/০৭/২০২২ তারিখ ২২.৫০ ঘটিকার সময়  জয়পুরহাট থানাধীন পাঁচুর মোড় টু পাঁচবিবিগামী পাকা রাস্তায় জনৈক শুকুন আলীর চায়ের দোকানের সামনে হইতে ২০০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ চঞ্চল রহমান(৪৬), পিতা-মৃত গোলজার হোসেন, স্থায়ী: গ্রাম- বনখুর, থানা ও জেলা-জয়পুরহাটকে এবং অদ্য ২৯/০৭/২০২২ তারিখ রাত্রী ০১.১০ ঘটিকার সময় জয়পুরহাট থানাধীন পুরানাপৈল ইউনিয়নের অন্তর্গত ডিব্বাপাড়া সাকিনস্থ জনৈক নেপাল চন্দ্র মাহাত এর বসত বাড়ীর উত্তর দুয়ারী ঘরের মধ্যে হইতে ৬৪ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আসামী ১. মোঃ জাহানুর ইসলাম (৪২), পিতা-মোঃ গোলজার হোসেন,স্থায়ী: গ্রাম-পুরানাপৈল (শাহার পুকুর), থানা ও জেলা-জয়পুরহাট, 

২.অসিত কুমার মাহাত(৩২), পিতা-মৃত হেমন্ত মাহাত,স্থায়ী: গ্রাম- কাশপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url