ধুনটে ঘরে ঢুকে কলেজছাত্রীকে ধর্ষণ
বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার পেঁচিবাড়ি বাজার এলাকায় উক্ত কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শাহ আলম, সুভাষ চন্দ্র, আল ইমরান, আসমত আলী, সুশীল চন্দ্র। বক্তারা বলেন, অর্থের বিনিময়ে ধর্ষক মহাদেব ওরফে সাধনের পরিবার মামলাটি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা ধর্ষণের শিকার গ্রামের দরিদ্র কলেজছাত্রীর পক্ষে দাঁড়িয়েছি। আমরা ধর্ষকের ফাঁসির দাবি জানাই।
এলাকাবাসী জানান, ২০২০ সালের ৪ নভেম্বর পেঁচিবাড়ি গ্রামের হালদার পাড়ার নিপেন্দ্র নাথ সরকারের ছেলে মহাদেব ওরফে সাধন চন্দ্র সরকার একই পাড়ার এক কলেজছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এস ময় ওই ছাত্রীর চিৎকারে গ্রামবাসী ধর্ষক মহাদেবকে ঘটনাস্থল থেকে আটক করে। পরে এ ঘটনায় ধর্ষনের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে। বর্তমানে ধর্ষক মহাদেব বগুড়া কারাগারে আছে। ধর্ষণ মহাদেবের বিরুদ্ধে ধুনট থানা থেকে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ওই ধর্ষকের মৃত্যুদণ্ড চেয়ে এলাকাবাসী শুপেঁচিবাড়ি বাজার এলাকায় মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে পেঁচিবাড়ি বাজারের ব্যবসায়ীবৃন্দ, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।