৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল ও ০১ টি কালোর উপর লাল রংয়ের Pulsar 150 সিসি মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার
“৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল ও ০১ টি কালোর উপর লাল রংয়ের Pulsar 150 সিসি মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার”
অদ্য ১৯/১২/২০২২ খ্রিঃ ১২.৫৫ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহাস্থানগড় বাজার সংলগ্ন রংপুর টু ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামিদ্বয়ের নিকট হইতে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল ও ০১ টি কালোর উপর লাল রংয়ের Pulsar 150 সিসি মোটরসাইকেল, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক = ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার করতঃ আসামী ০১। মোঃ রবিউল ইসলাম (৩৪), পিতা-মোঃ সাইদুল হক, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-নহিলীয়া পাড়া, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়, ০২। মোঃ ইমন চৌধুরী (২৪), পিতা-মৃত মোস্তাফিজ, মাতা-মোছাঃ ববিতা নাছরীন, সাং-ডাংগীর পাড়, থানা-কোতয়ালী, আরপিএমপি রংপুর, স্থায়ী ঠিকানা-উপশহর ১, রোড নং-০৬, বাসা নং-৩১, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সরোয়ারদী হোসেন, এএসআই (নিঃ) মোহাম্মদ তাফাজ্জল হোসেন, কং/মোঃ মেকদাদুর রহমান, কং/মোঃ ফেরদৌস হোসেন, কং/ইবনে খালিদ এবং নারী কং/রিফা সোনিয়া সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।