“৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল ও ০১ টি মোটরসাইকেলসহ ০১ জন গ্রেফতার”

 “৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল ও ০১ টি মোটরসাইকেলসহ ০১ জন গ্রেফতার”



অদ্য ২৩/১২/২০২২ খ্রিঃ ১১.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন শহিদ জিয়া মেডিকেল কলেজের গেইটের সামনে পাকা রাস্তার উপর বটগাছের নিচে অভিযান পরিচালনা করে আসামীর নিকট হইতে ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ০১ টি লাল রংয়ের YAMAHA FZS Version 3.0-150 সিসি মোটরসাইকেল, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক = ৮০,০০০/- (আশি হাজার) টাকা উদ্ধার করতঃ আসামী ০১। মোঃ জামাল হোসেন (৪০), পিতা-মোঃ দিল গনি, মাতা-মোছাঃ রহিমা খাতুন, সাং-লুটেরচর, থানা-সাভার, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু, এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোহাম্মদ তাফাজ্জল হোসেন, এএসআই (নিঃ) মোঃ সরোয়ারদী হোসেন, কং/মোঃ ফেরদৌস হোসেন, কং/মোঃ মেকদাদুর রহমান, কং/ইবনে খালিদ এবং নারী কং/তাপসী রাণী সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url