৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল ও ০১ টি কালো রংয়ের Apache RTR-160 সিসি মোটরসাইকেলসহ ০৩ জন গ্রেফতার

 “৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল ও ০১ টি কালো রংয়ের Apache RTR-160 সিসি মোটরসাইকেলসহ ০৩ জন গ্রেফতার”



অদ্য ১৮/১২/২০২২ খ্রিঃ ১১.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়া বাজার সংলগ্ন রংপুর টু ঢাকাগামী মহাসড়কের জনৈক মোঃ মনতেজার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর রংপুর থেকে Apache মোটরসাইকেল যাহার রেজিঃ নং-বগুড়া ল-১২-৯৮৭৪ তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদের নিকট হইতে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল ও ০১ টি কালো রংয়ের Apache RTR-160 সিসি মোটরসাইকেল পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক = ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা। আসামী ০১। মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা-মৃত সেজাব আলী, মাতা-মৃত ছকিনা খাতুন, সাং-রামাইল, থানা-ভূঞাপুর, জেলা-টাঙ্গাইল, ০২। মোঃ রুবেল (২৩), পিতা-আব্দুল কাদির, মাতা-উলুফা বেগম, সাং-রামাইল, থানা-ভূঞাপুর, জেলা-টাঙ্গাইল, ০৩। মোঃ মাসুদ রানা @ সাগর আলী (১৯), পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ পরবী আক্তার, সাং-ঝারবাড়ী, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁওদেরকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন, এএসআই (নিঃ) মোহাম্মদ তাফাজ্জল হোসেন, এএসআই (নিঃ) মোঃ সরোয়ারদী হোসেন, কং/মোঃ ফেরদৌস হোসেন, কং/মোঃ মেকদাদুর রহমান, কং/পারভেজ হোসেন, এবং নারী কং/রিফা সোনিয়া এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url