জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে ৬৫(পয়ষাট্টি) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে ৬৫(পয়ষাট্টি) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), মোঃ আব্দুস ছালাম এর নেতৃত্বে অদ্য ইং ০৯/১২/২০২২ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, এসআই(নিরস্ত্র) তানভীর রহমান, এসআই(নিঃ) আব্দুল জলিল, এএসআই(নিরস্ত্র) মোঃ আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন রাজাপুর (তিনগাছা) সাকিনস্থ জনৈক মৃত আদুলি বিশ্বাস এর লিচু বাগানের ভিতরে অভিযান পরিচালনা করিয়া ০২(দুই) জন মাদক ব্যবসায়ী ১। মোঃ জিয়া সরকার (৪০), পিতা-মৃত রহিম সরকার, সাং-তিনগাছা রাজাপুর, ২। মোঃ মঞ্জু প্রামানিক (২৮), পিতা-মোঃ আসমত প্রামানিক, সাং-তিনগাছা রাজাপুর, উভয় থানা-পাবনা সদর, জেলা-পাবনাদ্বয়কে মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় করা অবস্থায় ৬৫(পয়ষাট্টি)বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, ধৃত ১নং আসামী মোঃ জিয়া সরকার এর বিরুদ্ধে ০৭(সাত)টি মাদক মামলার বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।