ডিবি পুলিশ পাবনা এর অভিযানে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ৪(চার) জন ব্যক্তি আটক
ডিবি পুলিশ পাবনা এর অভিযানে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ৪(চার) জন ব্যক্তি আটকঃ
বাদী মোঃ জাকির হোসেন (৪০), পিতা-মৃতঃ আব্দুল আলিম বিশ্বাস, সাং-চরপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনা ডিবি অফিস পাবনা তে এসে জানান যে, গত ইং ২৬/১১/২০২২ তারিখে সে পাবনা সদর থানাধীন টেবুনিয়াস্থ মনোহরপুর ব্র্যাক নার্সারিতে কিছু বিদেশী নারিকেল ও লেবুর চারা নেওয়ার জন্য যায়। পথিমধ্যে পাবনা সদর থানাধীন টেবুনিয়াস্থ মজিদপুর তেলপাম্প এর সামনে সে পৌছা মাত্রই তার গতিরোধ করে একটি সাদা রংয়ের হাই-এস মাইক্রো বাসে ৫/৬ জন ব্যক্তি তাকে মাইক্রোবাসে তুলে টেবুনিয়া কৃষি খামারের ভিতরে নিয়ে উক্ত চক্রের এক মেয়ে সদস্য দিয়ে বাদীকে একসাথে রেখে ছবি তুলে, মারধর করে এবং বাদীকে প্রাণে মেরে ফেলার ভয়ভীত দেখিয়ে বাদীর আত্মীয় স্বজনের নিকট হতে বিকাশের মধ্যেমে মোট ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা হাতিয়ে নেয়।
বাদী ডিবি অফিসে মৌখিকভাবে অভিযোগ জানালে ওসি ডিবি মহোদয় তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে জেলা গোয়েন্দা শাখা, পাবনার পরিদর্শক জনাব মোঃ আঃ সালামের নেতৃত্বে একটি বিশেষ টিম মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনা মোতাবেক সত্যতা যাচাই ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ঘটনা স্থলে গিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রিপন (২২), পিতা-বেলাল, সাং-মজিদপুর, আসামী ২। মোঃ জাকির হোসেন (৩০), পিতা-মৃত রাকিম প্রাং, সাং-রানীগ্রাম, আসামী ৩। মোঃ সজিব হোসেন (২৩), পিতা-শাহাজাহান, সাং-মজিদপুর, আসামী ৪। মোঃ রুহুল আমিন (২৫), পিতা-শাকের আলী, সাং-মজিদপুর, সর্ব থানা-পাবনা সদর, জেলা-পাবনাদের আটক করে এবং ভিকটিম এর নিকট থেকে নেওয়া ১ লক্ষ টাকার মধ্যে ২৪ হাজার টাকা তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে। উক্ত বিষয়ে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
এই ধরনের প্রতারক চক্র থেকে জনসাধারনকে সর্তক থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো এবং কোন ধরনের তথ্য বা ঘটনা দৃষ্টি গোচর হলে তাৎক্ষণিক ভাবে পুলিশ সুপার পাবনাকে অথবা জেলা গোয়েন্দা শাখা, পাবনায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।