তানোর থানায় বিভিন্ন মামলায় আসামি গ্রেফতার

 


মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় ইং ০৭/১২/২০২২ তারিখ তানোর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৩ (তিন) মাসের সাজা CR W/A পরোয়ানা মূলে ০১ জন আসামী ১। মোঃ বাবু মন্ডল(), পিতা-মোঃ সোরাফ মন্ডল , গ্রাম- গোল্লাপাড়া, থানা- তানোর, জেলা -রাজশাহীকে গ্রেফতার করা হয়। CR W/A পরোয়ানা মূলে ০২ জন আসামী ১।মোঃ এন্তাজ আলী, পিতা-মৃত আব্দুল মন্ডল, গ্রাম- চাঁদপুর, ২। মোঃ শাহিনুর মন্ডল(৩১), পিতা- মৃত বিশু মন্ডল , গ্রাম- মালশিরা, উভয় থানা- তানোর, জেলা -রাজশাহীদ্বয়কে গ্রেফতার করা হয়। GR W/A পরোয়ানা মূলে ০১। মোঃ শাহিনুর মন্ডল(৩১), পিতা- মৃত বিশু মন্ডল , ঠিকানা: স্থায়ী: গ্রাম- মালশিরা, থানা- তানোর, জেলা -রাজশাহীদে গ্রেফতার করা হয়। পৃথক অভিযান পরিচালনা করিয়া মথুরাপুর গ্রামে ৭৫ (পঁচাত্তর) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ ০১ জন আসামী ১।মিকাইল ওরফে কাইল হাজদা(৩৬), পিতা-হরেন হাজদা , গ্রাম- মথুরাপুর, থানা- তানোর, জেলা -রাজশাহীকে গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-১১, তারিখ-০৭/১২/২০২২ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(খ) রুজু করা হয়। অভিযান পরিচালনা করিয়া কালিগঞ্জ বাজার হইতে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ ০১ জন আসামী ১।মোঃ রনি(২৯), পিতা-মোঃ সোলেমান , গ্রাম- চাঁদপাড়া, থানা- মোহনপুর, জেলা -রাজশাহীকে করা হয়।হয়।এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-১২, তারিখ-০৭/১২/২০২২ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯ (ক) রুজু করা হয়।গ্রেফতারকৃত ০৬ (ছয়) জন আসামীকে অদ্য ইং ০৮/১২/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ৮ ডিসেম্বর, ২০২২ এ ৯:১৮ PM

    ভালো

Add Comment
comment url