৪৫ (পঁয়তাল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও ৫৫ (পঞ্চান্ন)লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক ২


মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় ইং ০৩/১২/২০২২ তারিখ তানোর থানা মথুরাপুর গ্রামে বিশেষ অভিযান পরিচাল


না করিয়া ৪৫ (পঁয়তাল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ ০১ জন আসামী ১।সুফল বেসরা(৫৫), পিতা-মৃত মাঝি বেসরা , গ্রাম- মথুরাপুর (আদিবাসী পাড়া) , থানা- তানোর, জেলা -রাজশাহীকে গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-০৩, তারিখ-০৩/১২/২০২২ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(খ) রুজু করা হয়। পৃথক অভিযান পরিচালনা করিয়া মাহালীপাড়া ৫৫ (পঞ্চান্ন)লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ ০১ জন আসামী মি. পরমেশ্বর কিস্কু(৫২), পিতা-মৃত গনেশ কিস্কু, মাতা-জগশ্বরী , গ্রাম- চক নাকা, থানা- তানোর, জেলা -রাজশাহীকে গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-০৪, তারিখ-০৩/১২/২০২২ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(খ) রুজু করা হয়।গ্রেফতারকৃত ০২ (দুই) জন আসামীকে অদ্য ইং ০৪/১২/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url