RAB- 5, রাজশাহী কর্তৃক কিশোর গ্যাং গ্রুপের (গ্রুপ লিডার) পলাশসহ ০৪ সদস্যকে গ্রেফতার।

 RAB- 5, রাজশাহী কর্তৃক কিশোর গ্যাং গ্রুপের (গ্রুপ লিডার) পলাশসহ ০৪ সদস্যকে গ্রেফতার।



বর্তমান সময়ে যুবক বয়সী ছেলেদের মাঝে, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে নিজেদের জড়ানোর প্রবনতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।এরই প্রেক্ষিতে


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ,RAB-5,রাজশাহী ,সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ০৪ ডিসেম্বর ২০২২ তারিখ সন্ধা ০৭:৩০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা ইউনিয়নের মহনপুর ফাটাপাড়া গ্রামের মৃত মকবুলের বাঁশ ঝাড়ের নীচে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।


উক্ত অভিযানে, ক্ষুর-০২টি, কলকি-০১(এক)টি, এবং গাঁজা-০৩(তিন) গ্রাম সহ কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সদস্য মোঃ পলাশ আলী (২০) (মূল হোতা), পিতা-মোঃ হযরত আলী, মাতা-মোছাঃ সাকিনা বেগম, আব্দুল্লাহ আল মাহিদ (১৯), পিতা মোঃ মেসবাউল হক মাসুদ, মাতা- মোছাঃ তানজিলা বেগম, মোঃ তানভীর আহমেদ (২১), পিতা-মোঃ এমদাদুল হক, মাতা- মোছাঃ কারিমা বেগম, মোঃ আল আমিন @ শাহিন (২০), পিতা-মৃত আবু বক্কর, মাতা- মোছাঃ ইসমত আরা, সর্ব সাং-বালিয়াডাঙ্গা মোহনপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে গ্রেফতার করা হয়। ধৃত কিশোর গ্যাং দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন

কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url