সিপিএসসি-৩ বগুড়া র্যাব ক্যাম্পের বিশেষ অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক জন এজাহার নামীয় আসামী গ্রেপ্তার
**সিপিএসসি-৩ বগুড়া র্যাব ক্যাম্পের বিশেষ অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক জন এজাহার নামীয় আসামী গ্রেপ্তার।**
গত ১৪ নভেম্বর ২০২২ তারিখ বগুড়া জেলার ধুনট থানায় এক স্কুল ছাত্রীর গোপনে গোসলের নগ্ন দৃশ্য ও ভিডিও ধারন করে মোঃ রাসেল (২১) নামক এক যুবক। পরবর্তীতে নগ্ন দৃশ্য ও ভিডিও ধারনের ভয়ভীতি দেখিয়ে ব্লকমেইল করার চেষ্টা করে এবং ভিডিওটি সোস্যাল মিডিয়াতে ছরিয়ে দেয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হলে স্কুল ছাত্রী ও তার পরিবার সামাজিকভাবে ব্যাপকভাবে অপমানিত হয়। গত ২৭ নভেম্বর ২০২২ তারিখে ভিকটিমের মা বাদী হয়ে বগুড়া জেলার ধুনট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এবং আসামী গ্রেপ্তারের জন্য র্যাব-১২, এর বগুড়া ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ প্রাপ্তির পর র্যাব-১২, সিপিসি-৩, বগুড়া ক্যাম্পের আভিযানিক দল অভিযুক্ত আসামী মোঃ রাসেল (২১)’কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। র্যাব-১২’র বগুড়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার ধুনট থানাধীন হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। ৩০ নভেম্বর, ২০২২ তারিখ রাত ০২.৩০ ঘটিকায় পরিচালিত এই অভিযানে গ্রেফতার করা হয় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এজাহার নামীয় আসামী মোঃ রাসেল (২১), কে । গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।