চাঁপাইনবাবগঞ্জে ১০০(একশত) গ্রাম হেরোইন সহ আটক
জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে ধৃত আসামীদ্বয় ০১। মোঃ জাহিদুল ইসলাম(২৯), পিতাঃ মোঃ নেজাম উদ্দিন, ও ০২। মোঃ নাজমুল হক(৫০), পিতাঃ মৃত আব্দুল মান্নান, মাতাঃ মোসাঃ ফজিলাতুন নেসা, উভয় সাং-মাদারপুর, ডাকঘরঃ মহিশাল বাড়ী, থানাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী দ্বয়কে চাঁপাইনবাবগঞ্জের সদর পৌরসভার অক্টয় মোড় থেকে ইং ২৯/১১/২০২২ তারিখ ১৬:১৫ ঘটিকায় ১০০(একশত) গ্রাম হেরোইন সহ আটক করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।