সারিয়াকান্দি থানা বগুড়ায় বিভিন্ন মামলার আসামি গ্রেফতার
সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া এসআই(নিঃ) মোঃ হোসেন আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ৩০/১১/২০২২ তারিখ রাত্রী ২২.৫৫ ঘটিকায় বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন হিন্দুকান্দি উপশহর গ্রামস্থ কৃষি উন্নয়ন ব্যাংকের পিছনে মোঃ মোস্তফা মামুন এর বসত বাড়ীর উঠান হইতে সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য ধারালো বার্মিজ চাকুসহ আসামী মোঃ মোস্তফা মামুন মিয়া (৩০) পিতা-মোঃ হযরত আলী, সাং-হিন্দুকান্দি উপশহর (কৃষি উন্নয়ন ব্যাংকের পিছনে), থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে গ্রেফতার করে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত আসামী কিছুদিন আগে একজনকে ছুরিকাঘাত করে। একই সাথে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপর একটি বিষ্ফোরক দ্রব্য আইনের নিয়মিত মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়া থানার মামলা-১০(০৫)১৪ এর ০১ বছর কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ দুলাল হোসেন, পিতা-মৃত বাবর আলী প্রামানিক, সাং-সুতানারা, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে আশুলিয়া থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। আসামীগনকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।