৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৪০ (চল্লিশ) বোতল M K DYL সহ ০১ জন গ্রেফতার

 “৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৪০ (চল্লিশ) বোতল M K DYL সহ ০১ জন গ্রেফতার”



অদ্য ৩০/১১/২০২২ খ্রিঃ ০২.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মসজিদপাড়াস্থ সুরুচি ফুড ফ্যাক্টরীর পূর্ব পাশে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কের পাকা রাস্তার উপর জয়পুরহাট হিলি হইতে ঢাকাগামী এসআর ট্রাভেলস্ (যাত্রীবাহী বাস), যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব ১৪-৩৬৮৯ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাড়ীর সিট নং D-৪ তে বসা যাত্রীর নিকট হইতে ৪০ (চল্লিশ) বোতল M K DYL পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক =১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা। আসামী ০১। আঃ রউফ (বাবু) (৩৫), পিতা-শফিউদ্দীন, মাতা-মোছাঃ রেখা বানু, সাং-চককালু, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁ A/P সাং-মঙ্গলবাড়ী উত্তর জাহানপুর, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ আল-আচানুল কবির, এসআই (নিঃ) ফরিদ মিয়া, এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন, এএসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সাদিকুল ইসলাম, কং/মোঃ রিপন মিয়া, কং/মোঃ মানিক মিয়া, কং/মোঃ শারাফাত হোসেন এবং নারী কং/রিফা সোনিয়া সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url