৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৩৫৫ (তিনশত পঞ্চান্ন) পিচ মাদকদ্রব্য এ্যাম্পলসহ ০১ জন গ্রেফতার

 “৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৩৫৫ (তিনশত পঞ্চান্ন) পিচ মাদকদ্রব্য এ্যাম্পলসহ ০১ জন গ্রেফতার”


গত ০৬/১১/২০২২ খ্রি. ভোর ০৪.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়া নিউ চলাচল ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর, হিলি হইতে বগুড়াগামী হাবিব পরিবহন (লোকালবাস), যাহার রেজিঃ নং-বগুড়া-ব-৭৩৭৪ তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত বাসের ড্রাইভারের পিছনের সিটে বসা একজন যাত্রীর নিকট হইতে ৩৫৫ (তিনশত পঞ্চান্ন) পিচ মাদকদ্রব্য এ্যাম্পল (নেশা জাতীয় ইনজেকশন) পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,০৬,৫০০/- (এক লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকা। আসামী ০১। মোঃ টিটু হোসেন (৩৫), পিতা-মৃত ছাইদুল ইসলাম, মাতা-মোছাঃ মুকুল বেগম, সাং-বাগদানা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু এর নেতৃত্বে , সঙ্গীয়এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোহাম্মদ তাফাজ্জল হোসেন, এএসআই (নিঃ) মোঃ সরোয়ারদী হোসেন, কং/ মোঃ নাজিমুজ্জামান, কং/মোঃ মেকদাদুর রহমান, কং মোঃ শামীম হোসেন, কং/পারভেজ হোসেন এবং নারী নায়েক/ মোছাঃ সাথী আক্তার এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Next Post Previous Post
1 Comments
  • MD. NUR-NOBI
    MD. NUR-NOBI ৭ নভেম্বর, ২০২২ এ ৭:৪৮ PM

    এপিবিএন কে ধন্যবাদ

Add Comment
comment url