বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্য পদের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাসরিন আক্তার পুটি বিপুল ভোটে জয় লাভ করেছেন।

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্য পদের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাসরিন আক্তার পুটি বিপুল ভোটে জয় লাভ করেছেন। মোট ৯৮টি কেন্দ্রের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ২১ হাজার ১৪১ ভোট। তার নিকটতম পদ্মফুল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগ নেত্রী নাজনীন পারভীন পেয়েছেন ৪ হাজার ৫৬ ভোট। তৃতীয় হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগম কলস প্রতীকে ১ হাজার ৮১৪ ভোট।
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো: সিরাজ এমপির ব্যক্তিগত সহকারী আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেন।
রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারিভাবে ফলাফল ঘোষণা হয়নি। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ৯৮টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিদ্বন্দ্বি অপর দু’জন হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের স্ত্রী (কলস প্রতীক) স্বতন্ত্রপ্রার্থী শিল্পী বেগম ও ফুটবল প্রতীকের প্রার্থী ফিরোজা বেগম।
উল্লেখ্য, গত ২১ মার্চ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: খাদিজা বেগমের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় এ পদের উপ-নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেয়া হয়। তবে আওয়ামী লীগের পক্ষ দলীয় প্রার্থী দেয়া হয়নি। নির্বাচনে ভোট পড়েছে গড়ে প্রায় ১১ ভাগ। নির্বাচনে মোট ভোটার ছিল দুই লাখ ৬৫ হাজার ৮৮৮ জন।
এ দিকে নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর অসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজ, তরুণ শিল্পপতি আসিফ সিরাজ রাব্বানীসহ শেরপুর উপজেলা ও পৌর এবং জেলা বিএনপির নেতারা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url