জয়পুরহাটের পাঁচবিবিতে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ
বায়েজিদ (২০)
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা সোনারপাড়া ডিপের পাড় এলাকা থেকে বায়েজিদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার সৈয়দ আলী মোড়ের হাফিজার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে মাঠে মৃতদেহ দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আয়মাতে একটি অনুষ্ঠান ছিল সেখানে ছোট খাটো একটা ঝামেলা হয়েছিল সে কারনে অথবা পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে পুলিশ এ বিষয়ে অনুসন্ধান এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে।
এ সংক্রান্তে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।