পাবনার সাঁথিয়ায় দোকানের ভেতরে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

Housewife raped inside shop in Pabna's Santhia
নজরুল

পাবনার সাঁথিয়ায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার শহীদনগর বাজারে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় বুধবার রাতে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন। পরে অভিযুক্ত নজরুলকে (৪২) আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পাইকরহাটি গ্রামের বারেক মির্জার ছেলে।

পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর সাঁথিয়া উপজেলার শহীদ নগর বাজারে ওই নারী নজরুলের দোকানে কসমেটিক কিনতে যান। এক পর্যায়ে নজরুল তাকে ফুঁসলিয়ে দোকানের ভেতরে অবস্থিত তার নিজস্ব গোপন কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা কাশিনাথপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল সঙ্গীয় ফোর্সসহ ওই দোকানে অভিযান চালিয়ে নজরুলকে আটক করে প্রথমে ফাঁড়িতে, পরে থানায় নিয়ে আসেন। পরে ওই নারী এ ঘটনায় বাদী হয়ে বুধবার রাতে সাঁথিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নজরুল জানান, নজরুলের দোকানের ভিতরে একটা গোপন কক্ষ রয়েছে। যেখানে একটি খাট ও বিছানা রয়েছে। তিনি প্রায়ই মেয়েদের ফুঁসলিয়ে ওই গোপন কক্ষে নিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতেন।

সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নজরুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নির্যাতিত নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে


A housewife has been allegedly raped in Pabna's Santhia. The incident took place at Shahidnagar Bazar of the upazila. The abused housewife filed a case with Santhia Police Station on Wednesday night. Police later arrested the accused Nazrul (42). He is the son of Barek Mirza of Paikarhati village in the upazila. Police said the woman went to Nazrul's shop in Shaheed Nagar Bazar of Santhia Upazila on October 28 to buy cosmetics. At one point, Nazrul snatched him and took him to his own secret room inside the shop. Raped her there. Sensing the matter, the locals informed the Kashinathpur police outpost. Upon receiving the news, SI Nazrul, in-charge of the outpost, along with the accompanying force, raided the shop, arrested Nazrul and brought him first to the outpost and then to the police station. The woman later filed a rape case with Santhia Police Station on Wednesday night. Citing locals, police outpost in-charge SI Nazrul said there was a secret room inside Nazrul's shop. Where there is a bed and cot. He often lured the girls into the secret room and engaged in immoral activities. Santhia Police Station OC Asaduzzaman confirmed the incident and said Nazrul had been sent to jail through a court. The abused woman has been sent to Pabna Medical College for medical examination
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url