বগুড়ার নন্দীগ্রামে নিখোঁজ এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার রয়ের পাড়া গ্রাম থেকে খগেন্দ্রনাথ (৫৫) নামে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
খগেন্দ্রনাথ নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের রয়ের পাড়া গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র দাসের ছেলে।
জানা গেছে, খগেন্দ্রনাথের স্ত্রী দুর্গাপূজা উপলক্ষে শাজাহানপুর উপজেলার খাদাস গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান। গত বৃহস্পতিবার সকালে খগেন্দ্রনাথ স্ত্রীকে আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে ফেরেননি তিনি। শনিবার সকালে খগেন্দ্রনাথের বাড়ির গোয়াল ঘর থেকে দুর্গন্ধ বের হলে তার ছেলে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url