চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

 
Allegation of possession of property against the UP chairman in Shibganj of Chapai Nawabganj

আতিকুল ইসলাম জুয়েল



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে আসামুদ্দিন নামে এক ব্যক্তির সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী আসামুদ্দিন।

অভিযোগে জানা গেছে- আসামুদ্দিনের ভগ্নিপতি মরহুম ইসকত আলী জীবিত থাকা অবস্থায় কোন সন্তান না হওয়ায় তার সমস্ত সম্পত্তি দলিলমূলে স্ত্রী মোসা. খোলেসা বেগমকে রেজিস্ট্রি করে দেন। এরপর ওই সম্পত্তি হেবা ঘোষণা দলিলমূলে আসামুদ্দিনের নামে রেজিস্ট্রি করে দেন মোসা. খোলেসা বেগম।

আসামুদ্দিনের নামে সম্পত্তি ভোগদখলে থাকা অবস্থায় গত ৫ মার্চ ইন্তেকাল করেন ইসকত আলী। পরদিন ৬ মার্চ ইসকত আলীর দাফন কাজে বাধা দেয় ইউপি চেয়ারম্যান জুয়েলসহ ৮ জন ব্যক্তি। সেখানে উপস্থিত মুসল্লিদের বিতাড়িত করে দেন তারা। পরে চেয়ারম্যান লাশ আটকিয়ে আসামুদ্দিনের ইসলামী ব্যাংকের পাঁচটি চেক পাতায় জোরপূর্বক স্বাক্ষর নেন। পাশাপাশি তিনটি ফাঁকা স্ট্যাম্পে আসামুদ্দিনসহ স্ত্রী মোসা. সুফিয়া বেগম ও মরহুম ইসমত আলীর স্ত্রী খোলেসা বেগমের টিপসহি নেন। পরে শিবগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ দাফনের ব্যবস্থা করে। পরবর্তীতে চেক পাতা ও স্ট্যাম্পগুলো ফেরত চাইলে চার লাখ টাকা দাবি করলে চেয়ারম্যানকে তিন লাখ টাকা প্রদান করেন আসামুদ্দিন। তবুও চেক পাতা ও স্ট্যাম্পগুলো ফেরত দেননি তিনি।

অভিযোগে আরও জানা গেছে- চেক পাতাগুলো হারিয়ে গেছে মর্মে গত ১৬ মার্চ শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৮৮৪) করেন আসামুদ্দিন। তবে উল্টো ইউপি চেয়ারম্যান গ্রামের আবদুর রহিম নামে একজনকে বাদি করে গত ৬ আগস্ট আদালতে আসামুদ্দিনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চেকের মামলা (মামলা নং ২৭৫ সি/২০) করেন।

এদিকে চেক পাতাগুলো উদ্ধারের জন্য আসামুদ্দিন বাদি হয়ে ৩রা সেপ্টেম্বর আদালতে (মামলা নং ৩৮২ সি/২০) মামলা করেন। এছাড়া গত ১৯ সেপ্টেম্বর পুকুরের মাছ চুরির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা (মামলা নং ৪২৯ সি/২০) করেন আসামুদ্দিন। চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হওয়ায় আসামুদ্দিনের বাড়িতে চেয়ারম্যান সমর্থিত লোকজন ধাওয়া করলে পার্শ্ববর্তী গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন আসামুদ্দিন। গেল মৌসুমে আমবাগানের আম ও পুকুরের মাছ বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে চেয়ারম্যানের বিরুদ্ধে।


Atiqul Islam Jewel, chairman of Daipukhuria Union Parishad (UP) in Shibganj upazila of Chapainawabganj, has been accused of seizing the property of a man named Asamuddin. The victim Asamuddin lodged a written complaint with the Chapainawabganj Deputy Commissioner on Wednesday. According to the complaint, Asamuddin's brother-in-law, the late Iskat Ali, did not have any children while he was alive. Kholesa registered Begum. Mosa then registered the property in the name of Asamuddin on the basis of the Heba declaration document. Kholesa Begum. Iskat Ali died on March 5 while possessing property in the name of Asamuddin. The next day, on March 6, Iskat Ali's funeral was interrupted by six people, including UP chairman Jewel. They expelled the worshipers present there. Later, the chairman seized the body and forcibly signed five check pages of Asamuddin's Islami Bank. Asamuddin and his wife Mosa with three blank stamps. Sufia Begum and Kholesa Begum, wife of the late Ismat Ali, took the tips. Later Shibganj police went and arranged for burial of the body. Later, when he demanded four lakh rupees for returning the check leaves and stamps, Asamuddin paid three lakh rupees to the chairman. However, he did not return the check leaves and stamps. It is further learned in the complaint that Asamuddin filed a general diary (GD No. 64) at Shibganj police station on March 16 alleging that the check pages were lost. However, on the other hand, the UP chairman filed a case against Asamuddin in the court on August 8 against a man named Abdur Rahim of the village (case no. 265C / 20). Meanwhile, Asamuddin filed a case in the court on September 3 (Case No. 362C / 20) to recover the check leaves. Besides, on September 19, Asamuddin filed another case (Case No. 429C / 20) against the chairman for stealing fish from the pond. Asamuddin took refuge in a relative's house in Adda area of ​​the adjoining Gomstapur upazila after people who supported the chairman chased him to his house as a case was filed against him. Last season, the chairman was accused of embezzling around Tk 20 lakh by selling mango and pond fish.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url