টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ৭০০(সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ৭০০(সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
[০৬ ডিসেম্বর ২০২২ খ্রি.]
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ৭০০(সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ০৬ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) ১৩.১০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন বনানী টু সাতমাথা গামী রাস্তায় ঠনঠনিয়া বাসষ্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে জমজম দই ঘরের সামনে রফিকের চা ষ্টল সংলগ্ন উত্তর পার্শ্বে হতে ৭০০(সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ দিলদার আহাম্মদ ওরফে মনির (৩২)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।