RAB- 5, রাজশাহী কর্তৃক প্রতারণার মাধ্যমে নকল স্বর্নের মূর্তি বিক্রির অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের ০৭ সদস্য গ্রেফতার
RAB- 5, রাজশাহী কর্তৃক প্রতারণার মাধ্যমে নকল স্বর্নের মূর্তিবিক্রির অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের ০৭ সদস্য গ্রেফতার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ,
RAB- 5,রাজশাহী , সিপিসি-২, নাটোর ক্যা(ম্পর একটি চৌকস অপারেশন দল গত ২০ নভেম্বর ২০২২ তারিখে রাত ২০:৪৫ ঘটিকায় নাটোর জেলার সিংড়া থানাধীন পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ।
উক্ত অভিযানে, নকল স্বর্নের মূর্তি-০১ টি , মোবাইল-০৯ টি, সীম-১১ টিসহ উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং আসামী মোঃ মন্টু (৪০), পিতা-মৃত ফয়েজ উদ্দিন প্রমানিক, মোঃ মুকুল (৪৪),
পিতা-মৃত ফয়েজ উদ্দিন প্রামানিক, মোঃ শফিকুল (৩০), পিতা-মৃত ফয়েজ উদ্দিন
প্রামানিক, মোহাম্মদ আলী (৪০), পিতা-মৃত আজাহার আলী (২২), মোঃ জাহিদুল ইসলাম
(৫৫) পিতা-মৃত সেকেন্দার প্রামানিক, মোঃ রজিম আহম্মেদ(২২), পিতা মৃতঃ ছহির উদ্দিন
সর্ব সাং-পিপলসন (দড়িপাড়া), থানা-সিংড়া, জেলা-নাটোর, মোঃ আনোয়ার হোসেন (৩৮),
পিতা-মৃত আবু বক্কর, সাং-লাঙ্গল মোড়া, থানা-শেরপুর, জেলা বগুড়া’গণকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃত প্রতারক দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন
প্রতারক মুক্ত সমাজ গড়ুন।