নাটোরের লালপুর থানায় বিভিন্ন মামলায় আসামি গ্রেফতার
মাননীয় পুলিশ সুপার নাটোর মহোদয়ের দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল স্যারের
সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ লালপুর থানা নাটোর এর নির্দেশক্রমে থানা এলাকায় মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করিয়া লালপুর থানার মাদক মামলা নং-২৮ তারিখ-২২/১১/২০২২ আলামত ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট ০৫বোতল ফেনসিডিল এর আসামী পলাতক মাদক মামলা নং ২৯ তারিখ ২২/ ১১/ ২০২২ আলামত ২৮ বোতল ফেনসিডিল এর আসামী ০১।মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোঃ আহমদ আলী সাং- চাঁদপুর থানা লালপুর জেলা নাটোর। জিআর নং ২৬৪/২১( লাল) এর ০২।আসামি মো: আরিফুল ইসলাম পিতা মোঃ ফজর উদ্দিন সাং- মহারাজপুর জি আর নং- ২৬৪/২১ এর আসামী ০৩।মোহাম্মদ বাবুল পাং পিতা নমীর সাং-মহারাজপুর ০৪।মোঃ শামীম হোসেন পিতা -আব্দুল খালেক মহরকয়া ০৫।মোহাম্মদ শাহিনুজ্জামান শাহিন পিতা শামসুল হক নাগশোসা পূর্বের মামলা নং ১৩ তারিখ -০৭/০৯/২০২২ এর আসামী ০৬।মোহাম্মদ অন্তর খন্দকার পিতা-মহম্মদ মিলন খন্দকার সাং-দক্ষিণ লালপুর ০৭।মোঃ সুমন ইসলাম পিতা মোঃ আজিমউদ্দিন সাং- দক্ষিণ লালপুর সর্ব থানা- লালপুর জেলা -নাটোর গনদেরকে গ্রেফতারপূর্বক পুলিশি স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালত নাটোর