বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে খোয়া যাওয়া রজনীগন্ধা পরিবহণ নামক বাস উদ্ধার

 বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে খোয়া যাওয়া রজনীগন্ধা পরিবহণ নামক বাস উদ্ধার।



গত ০৩/১১/২০২২ খ্রিঃ ২২.৩০ ঘটিকা হতে ০৪/১১/২০২২ খ্রিঃ ০৫.০০ ঘটিকার মধ্যে শিরোইল কামরুজ্জামান বাস টার্মিনাল এর গেইটের উত্তর পার্শ্বের পাকা রাস্তার উপর হতে রজনীগন্ধা পরিবহণের ০১টি বাস অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। রজনীগন্ধা পরিবহণের ম্যানেজার মোঃ রন্টু বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করলে অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে তদন্তকারী কর্মকর্তা সাইবার ক্রাইম ইউনিটের সহযোগীতায় ০৫/১১/২০২২ খ্রিঃ বিশেষ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বোয়ালিয়া বাজার এলাকা হতে খোয়া যাওয়া রজনীগন্ধা পরিবহণ এর বাস উদ্ধার করতে সক্ষম হয়।

Next Post Previous Post
1 Comments
  • MD. NUR-NOBI
    MD. NUR-NOBI ৬ নভেম্বর, ২০২২ এ ১১:২১ AM

    কিভাবে ক?

Add Comment
comment url