রাজশাহীর তানোরে হেরোইন ও চোলাই মদসহ আটক
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় ইং ২৪/১১/২০২২ তারিখ অভিযান পরিচালনা করিয়া
তানোর হিন্দুপাড়া গ্রাম হইতে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন সহ ০১ জন আসামী ১। মোঃ রেজাউল করিম(৩৩), পিতা-মোঃ আব্দুর রহমান , গ্রামঃ- পাচন্দর (থানতলা) , থানা- তানোর, জেলা –রাজশাহীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-২৩, তারিখ-২৪/১১/২০২২খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(ক)/৪১ রুজু করা হয়। পৃথক অভিযান পরিচালনা করিয়া কিসমত বিল্লী গ্রাম হইতে ৫২ (বায়ান্ন) লিটার চোলাইমদ সহ ০১ জন আসামী ১। সুভাষ টুডু(৩৫), পিতা-মৃত নরেশ টুডু , গ্রামঃ কিসমত বিল্লী, থানা- তানোর, জেলা –রাজশাহীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-২৪, তারিখ-২৪/১১/২০২২খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(খ) রুজু করা হয়।
CR-W/A পরোয়ানা মূরে ০১ (এক) আসামী ১. মোঃ রাসেল আলী, পিতা- মোঃ লায়েব আলী , ঠিকানা: গ্রাম- জিওল (চানপুর) , থানা- তানোর, জেলা –রাজশাহীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সর্ব মোট ০৩ জন আসামীকে অদ্য ইং ২৫/১১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।