নাটোরের লালপুরে বিভিন্ন মামলায় আসামি গ্রেফতার
পুলিশ সুপার নাটোর মহোদয়ের দিকনির্দেশনা অতিরিক্ত পুলিশ সুপার বড়াই গ্রাম সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ লালপুর থানা নাটোর এর নির্দেশক্রমে
থানা এলাকায় মাদকবিরোধী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করিয়া সি আর মামলা রং ২০২ /২২এর আসামী ০১।মোহাম্মদ শরিফুল ইসলাম ওরফে সুইট পিতা- আব্বাস আলী সাং-সিরাম গাড়ি জিয়ার নং -৯৭/১৯(ভেড়ামারা) এর আসামী ০২।মোসাম্মত বুলবুলি খাতুন স্বামী- শরিফুল ইসলাম সাং- পুরাতন ঈশ্বরদী পারি :জারি নং-৪৭০/২২এর আসামী ০৩।মোহাম্মদ আরেজ মন্ডল পিতামৃত হারেজ মন্ডল সাং- বৈদ্যনাথপুর লালপুর থানা মামলা নং- ৩১তারিখ -২৪/ ১১/ ২০২২ এর আসামী ০৪।মোহাম্মদ বেলাল মন্ডল পিতা মৃত শামসেদ মন্ডল সাং-খানপুর থানা বাঘা জেলা রাজশাহী।
০৫।মোঃ উজ্জ্বল পিতা লাল মোহাম্মদ মাস্টার সাং-নাগশোষা০৬।মেহেদী হাসান পিতা শাহাবুল ইসলাম সাং- মোহর কয়া ০৭।মোঃ মোহন সরকার পিতা মনজুর রহমান সাং-মহর কয়া ০৮।মোঃ শিমুল আলী পিতা মাসদার সাং- মণিহারপুর ০৯।মোঃ শাহ পরান পিতা নুর আলম সাং-মহর কয়া লালপুর থানার মামলা নং- ৩২ তারিখ ২৪ /১১/ ২০২২ এর আসামী ১০।মোঃ রবি পিতা মোহাম্মদ ইয়াসিন আলী সাং -মোহর কয়া সর্ব থানা লালপুর জেলা নাটোর