০২ (দুই) কেজি গাঁজা ও ০২ (দুই) টি মোটরসাইকেলসহ ০১ জন গ্রেফতার
“৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা ও ০২ (দুই) টি মোটরসাইকেলসহ ০১ জন গ্রেফতার”
গত ০৩/১১/২০২২ খ্রিঃ বৃহস্পতিবার দিবাগত রাত্রী কুড়িগ্রাম জেলার উলিপুর রোড এর জজ কোর্ট মোড়স্ত জনৈক আজিম আলী কাপড় এর দোকানের সামনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি গাঁজা ও ০২ (দুই) টি মোটরসাইকেল পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। আসামী ১। মোঃ সাহেব আলী (৪০) পিতা-আলহাজ্ব আজগর আলী, মাতা-বেগম সোনা , সাং-বুড়াবুড়ি দলন, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। পলাতক ০১। মোঃ আল আমিন (৩৫) পিতা-আব্দুল আজিজ, সাং-বড় খাটামারী ইউপি-জয়মনিরহাট, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম, পলাতক ০২। মোঃ জাহিদুল ইসলাম (৩৩) পিতা-অজ্ঞাত, সাং-দোয়াবন (আসামী আল-আমিন এর ভাগীনা) থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কবির হোসেন, এসআই(নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু, এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ মোমিনুল হক প্রধান, এএসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন, কং/মোঃ মেকদাদুর রহমান, কং/মোঃ ইবনে খালিদ, কং/মোঃ নাজিমুজ্জামান এবং কং/মোঃ নাজমুস সাকিব এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।