তানোর থানায় হেরোইন সহ গ্রেপ্তার
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় ইং ০৩/১১/২০২২ তারিখ তানোর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ ০১(এক) জন আসামী ১। মোঃ আকাশ(২২), পিতা-মোঃ আজিবর সাং-তানোর হঠাৎপাড়া, থানা-তানোর জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-০৬, তারিখ-০৩/১১/২০২২ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(ক) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ০১(এক) জন আসামীকে অদ্য ইং ০৪/১১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।