পাবনায় গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২
ইং ০৫/১১/২০২২ তারিখ এর ইনসিডেন্ট রিপোর্ট।
১। ইউনিটের নামঃ পাবনা থানা, পাবনা।
২। বিষয়ঃ গণ ধর্ষণ সংক্রান্তে ইনসিডেন্ট রিপোর্ট।
৩। ঘটনার তারিখ ও সময়ঃ ইং ০৪/১১/২০২২ তারিখ রাত্রি অনুমান ০৯.১০ ঘটিকা ও ০৯.৩০ ঘটিকা।
৪। ঘটনার স্থানঃ পাবনা থানাধীন দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামস্থ জনৈক আব্দুল মজিদের আম বাগান এবং ১ম ঘটনাস্থল হইতে ২০০ গজ দুরে জনৈক রহমত হাজীর হলুদ ক্ষেত।
৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ t ভিকটিম মোছাঃ আঞ্জুমান খাতুন ওরফে আয়েশা (২৪), স্বামী-আল আমিন, পিতা-মৃত মুঞ্জু হাসান, পালক পিতা-মোঃ আব্দুল হালিম, সাং-আরিফপুর হাজিরহাট, থানা ও জেলা-পাবনা। ভিকটিম ইন্ট্রা ফুড এন্ড বেভারেজ কোম্পানির নারী কর্মী (সুপার ভাইজার বেকারি) পদে কর্মরত আছে। ভিকটিম এর সহিত একই কোম্পানীর চীফ অপারেটর আসামী মোঃ শাহআলম সহিত ৪/৫ মাস যাবত বন্ধুত্বের সম্পর্ক চলিয়া আসিতেছে। ঘটনার দিন ইং ০৪/১১/২০২২ তারিখ রাত্রি অনুমান ০৯.০০ ঘটিকার সময় ভিকটিম মোছাঃ আঞ্জুমান খাতুন ওরফে আয়েশা অফিস শেষ করে বাড়ী যাওয়ার জন্য আসামী মোঃ শাহআলম (২৭), পিতা-মোঃ লিয়াকত, সাং-রাঘবেন্দ্রপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরকে ফোন করিয়া তার সাথে আরিফপুর হাজিরহাট যাওয়ার জন্য বলে। যাত্রাপথে একই তারিখ রাত্রি অনুমান ০৯.১০ ঘটিকার সময় আসামী মোঃ শাহআলম পাবনা থানাধীন দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামস্থ জনৈক আব্দুল মজিদের আম বাগানের মধ্যে জনশূন্য এলাকায় ভিকটিম এর হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে আসামী তার দুই হাত দিয়ে জড়াইয়া ধরিয়া ভিকটিম এর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং এক পর্যায়ে ধর্ষণ করার সময় ৮/৯ জন লোক ঘটনাস্থলে উপস্থিত হইলে আসামী ভিকটিমকে ছেড়ে দেয়। পরবর্তীতে তাদের দুজনকে পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলে জিজ্ঞাসাবাদের এক সময় অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি ভিকটিম মোছাঃ আঞ্জুমান খাতুন ওরফে আয়েশাকে ভয়ভীতি প্রদর্শন করিয়া সেখান হইতে হাত ধরিয়া টানিয়া লইয়া ইং ০৪/১১/২০২২ তারিখ রাত্রি অনুমান ০৯.৩০ ঘটিকার সময় একটি গলির মধ্যে দিয়ে প্রথম ঘটনাস্থল হইতে অনুমান ২০০ শত গজ দুরে জনৈক রহমত হাজীর হলুদ ক্ষেতে লইয়া যায়। সেখানে তাহারা ভিকটিমকে পর্যায়ক্রমে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করিতে উদ্দ্যত হয়। ভিকটিম তাহাদের কাজে বাঁধা দিলে তাহারা ভিকটিমকে হত্যার ভয় দেখাইয়া মাটিতে শুয়াইয়া তাহর পরিহিত বোরখা এবং পায়জামা টানিয়া ছিড়িয়া জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে থানা পুলিশ উদ্ধার পূর্বক ধর্ষণ পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনায় প্রেরণ করা হয়েছে।
৬। ভিকটিমের নামঃ মোছাঃ আঞ্জুমান খাতুন ওরফে আয়েশা (২৪), স্বামী-আল আমিন, পিতা-মৃত মুঞ্জু হাসান, পালক পিতা-মোঃ আব্দুল হালিম, সাং-আরিফপুর হাজিরহাট, থানা ও জেলা-পাবনা।
৭। উদ্ধারঃ নাই।
৮। গ্রেফতারঃ ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় আসামী সহ সন্ধিগ্ধ সহযোগী ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর অজ্ঞাতনামা আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
৯। গৃহীতি ব্যবস্থা মামলা/জিডিঃ পাবনা এর পাবনা সদর থানার ,এফআইআর নং-১৩, তারিখ- ০৫ নভেম্বর ২০২২; জি আর নং-৮০৪, তারিখ- ০৫ নভেম্বর, ২০২২; ধারা- ৯(৩)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩;
১০। র্বতমান অবস্থাঃ স্বাভাবিক।