সারিয়াকান্দি থানা বগুড়ায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ২ আসামি গ্রেফতার

 মাননীয় পুলিশ সুপার বগুড়া জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল জনাব মোঃ নিয়াজ মেহেদী স্যারের নেতৃত্বে 



সারিয়াকান্দি থানার এসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম, এসআই (নিঃ) খোকন চন্দ্র দাস, ও সঙ্গীয় ফোর্স ইং ২৪/১১/২০২২ তারিখ সারিয়াকান্দি থানাধীন কাজলা ইউপির উত্তর টেংরাকুড়া (তেরখাদা) গ্রামস্থ পায়ে হাটা রাস্তার ঢালে ডাকাতি প্রস্তুতি কালে আসামী ১। মোঃ আলমগীর হোসেন গোপাল (৩২) পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ আয়েশা বেগম, সাং-ছবিলাপুর ৯নং ঘোসেরপার, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর, ২। মোঃ নুর আলম (২৮) পিতা-মোঃ বাদশা খাঁ, মাতা-মোছাঃ আমেনা খাতুন, সাং-মানিকদাইড়, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করেন এবং অন্যান্য আসামীগন পালিয়ে যায়। আসামীদের হেফাজত হইতে ১। ০১ (এক) টি নীল কালো রংয়ের HERO HONDA Splender+ 100 cc পুরাতন মোটর সাইকেল, যাহার চেসিস নং-05l16CO2726, ইঞ্জিন নং-05l15M24602 মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা, ২। ০১(এক) টি লাল রংয়ের PLATINA 100 CC পুরাতন মোটর সাইকেল, যাহার চেসিস নং- MB2000ZL62828, ইঞ্জিন নং-1NWJ10023, রেজিঃ নং- জামালপুর-হ-১১-২৮৮৯, মূল্য অনুমান ৭০,০০০/-(সত্তর হাজার) টাকা, ৩। ০১(এক) টি কালো রংয়ের Discover 100 CC পুরাতন মোটর সাইকেল, যাহার চেসিস নং- MD2DSPAZZUWH87733, ইঞ্জিন নং-JBMBUG85814, রেজিঃ নং-ময়মনসিংহ-হ-১২-৮৬৭৮, মূল্য অনুমান ৮০,০০০/-(আশি হাজার) টাকা, ৪। ০৭(সাত) টি কাঠের বাটযুক্ত ধারালো হাসুয়া, লম্বা ২০ ইঞ্চি, ৫। ০২(দুই) টি চার্জার টর্চ লাইট, ৬। ০২(দুই) টি লাইলোনের রশি, লম্বা অনুমান ২০ (বিশ) হাত করে মোট ৪০(চল্লিশ) হাত, ৭। ০৮(আট) টি বাঁশের লাঠি, প্রতিটি লম্বা অনুমান ০৩ ফুট, ৮। ০২(দুই) প্যাকেট হলিউড সিগারেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা প্রস্তুত করেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url