ইন্সপেক্টর জেনারেল জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সহিত রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের ইউনিট প্রধান, ঊর্ধ্বতন অফিসার এবং ফোর্সের সহিত বিশেষ মতবিনিময় সভা
২৩-১১-২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ টার সময় রাজশাহী পুলিশ লাইন ড্রিল শেডে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সহিত রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের ইউনিট প্রধান, ঊর্ধ্বতন অফিসার এবং ফোর্সের সহিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আইজিপি মহোদয় আইন-শৃঙ্খলার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং সকল অফিসার ও ফোর্সদের কল্যান সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
উক্ত বিশেষ মতবিনিময় সভায়, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম পিপিএম মহোদয়।
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। এসময় রাজশাহী বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।