ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাত
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মুন্না (২২) নামে এক যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজার মহল্লায় ওই ঘটনা ঘটে। গুরুতর আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন ইসলাম বলেন, আহত ওই যুবকের বাম পাঁজরে ছুরির আঘাতে অন্তত সাড়ে ৭ সেন্টিমিটার ক্ষত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মুন্না সহপাঠীদের সাথে বাড়ির পাশে ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে খেলাকে কেন্দ্র করে সহপাঠী রবিনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রবিন ক্ষিপ্ত হয়ে মুন্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত মুন্না চাঁচকৈড় বাজার পাড়া মহল্লার সমিল শ্রমিক মিরাজুল ইসলামের ছেলে। অভিযুক্ত রবিন (১৯) একই মহল্লার মনিরুল ইসলামের ছেলে।
এদিকে ছেলের ছুরিকাঘাতের খবর শুনে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সজ্ঞাহীন হয়ে পড়েন বাবা মিরাজুল ইসলাম। এ কারণে তার বক্তব্য নেওয়া যায়নি। অভিযুক্তদের সাথে পূর্ব শত্রুতা ছিল না বলে জানায় স্বজনরা।
তবে সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। এরআগেও রবিনের বিরুদ্ধে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত রবিনের চাচা মেহেদী হাসান জানান, ‘রবিন পলাতক রয়েছেন। তার সাথে আমাদের সম্পৃক্ততা নেই।’
গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রবিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।