নিষ্ঠুর আচরণ ও শারীরিক নির্যাতনে শিকার যে না হয় মানুষ, উন্নত সেবা প্রদানে পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির নির্দেশ
আইজিপি গত বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত পুলিশ সদস্যদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় ও শেষ দিনে সহকারী পুলিশ কমিশনার এবং তদূর্ধ্ব কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন। গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো সোহেল রানা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আইজিপি তাঁর পাঁচ নির্দেশনার পুনর্ব্যক্ত করে বলেন, জনগণের প্রতি নিষ্ঠুর আচরণ ও শারীরিক নির্যাতন করা থেকে বেরিয়ে আসতে হবে। আইন প্রয়োগে আইনি সক্ষমতা ব্যবহার করতে হবে। মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। ভালো কাজ করলে মানুষ যে প্রশংসা করে তার প্রমাণ আমরা করোনাকালে দেখেছি। মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে দেশকে মাদকমুক্ত করতে হবে। পুলিশি সেবা দেশের জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সারাদেশকে ৬ হাজার ৯১২টি বিটে ভাগ করে ‘বিট পুলিশিং’ কার্যক্রম চালু করা হয়েছে। পুলিশ সদস্যদেরকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। বর্তমানে প্রচলিত কল্যাণের ধারনা থেকে বেরিয়ে পুলিশ সদস্যদের চাকুরিকালীন এবং বৃহত্তর কল্যাণের ব্যবস্থা করা হবে।
পুলিশিংয়ের প্রতিটি ক্ষেত্রে সুপারভিশন ও মনিটরিং বাড়িয়ে জনগণকে দ্রুততম সময়ে উন্নত সেবা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
উপস্থিত পুলিশ কর্মকর্তাদেরকে 'ফিউচার লিডার্স' আখ্যায?িত করে আইজিপি বলেন, ‘আমরা অনেক দূরে এসেছি, বাংলাদেশ পুলিশকে বহুদূর নিয়ে যেতে হবে। দেশ ও দেশের জনগণকে সেবা দেয়ার চেতনা নিয়ে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। গর্ব নিয়ে চাকরি করতে হবে, চাকরিতে 'প্রাইড' নিয়ে আসতে হবে।’
ডিএমপিকে 'মিরর অব বাংলাদেশ পুলিশ' অভিহিত করে আইজিপি বলেন, এই ইউনিটের গুরুত্ব উপলব্ধি করে দায?িত্ব পালন করতে হবে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে পুলিশ সদস্যদের শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। শৃঙ্খলার সাথে ওয়েলফেয়ারকে গুলিয়ে ফেলা যাবে না।
IGP directs police officers to provide better services to people who are not victims of cruelty and physical abuse.The IGP gave the directive in a keynote address at a meeting with the Assistant Commissioner of Police and senior officers at the Rajarbagh Police Lines on Thursday afternoon at the Bangladesh Police Auditorium, Dhaka Metropolitan Police (DMP). AIG (Media and Public Relations) of Bangladesh Police Mohammad Sohail Rana said this in a press release sent to the media.
The statement further said that the IGP reiterated his five directives and said that people should come out of cruelty and physical abuse. Law enforcement must use legal competence. People need to be treated well. We have seen in Corona the proof that people appreciate good deeds. We all have to fight against drugs unitedly and make the country drug free. In order to bring the police service to the doorsteps of the people of the country, the ‘bit policing’ program has been launched by dividing the country into 6,912 bits. Police members must be free from corruption. Out of the present conception of welfare, arrangements will be made for the service and greater welfare of the police members.
Inspector-General of Police (IGP) Bangladesh Dr. Benazir Ahmed BPM (Bar).
Calling the police officers present 'Future Leaders', the IGP said,' We have come a long way, Bangladesh Police has to be taken far. We have to work professionally with the spirit of serving the country and the people of the country. You have to work with pride, you have to bring 'pride' in the job. '
Calling the DMP a 'mirror of Bangladesh Police', the IGP said, "We have to realize the importance of this unit and fulfill our responsibilities."
DMP Commissioner Moha. Additional IG Dr. Shafiqul Islam chaired the meeting. Md. Moinur Rahman Chowdhury, DMP Commissioner Moha. Shafiqul Islam, SB chief Mir Shahidul Islam, CID chief barrister Mahbubur Rahman and senior DMP officials were present.
The IGP said that as an orderly force, the police members should pay special attention to discipline. Welfare cannot be confused with discipline.