ভারতের চন্দ্রযান-২ ব্যর্থ ||India's Chandrayaan-2 failed ||
চন্দ্রাযান-২ একটি ভারতীয় চন্দ্র মিশন যা নির্ভীকভাবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে যাওয়ার কথা ছিল। এই প্রচেষ্টা ছিল চাঁদ সম্পর্কে এমন আবিষ্কারগুলি যা সমগ্র ভারত এবং মানবতাকে উপকৃত করতো। গত ২২ জুলাই ২০১৯ সালে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো চন্দ্রযান-২ কে চাঁদে পাঠানোর জন্য লঞ্চ করে। অদ্য ৭ সেপ্টেম্বর ২০১৯ সালে চন্দ্রযান-২ এর মাধ্যমে পাঠানো বিক্রম ল্যান্ডারের চাঁদের দক্ষিন মেরু অঞ্চলের পৃষ্ঠে অবতরণ করার কথা ছিল। সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর অফিসে বসে থেকে একটি সফল অভিযান হওয়ার জন্য অপেক্ষা করছিল। শেষ মুহূর্তে চাদের পৃষ্ঠ থেকে ল্যান্ডারটি কয়েক কিলোমিটার দূরে থাকতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রযান-২।
নির্ধারিত সময়ের মধ্যে নিজের গতিবেগ কমাতে ব্যর্থ হয় চন্দ্রযান ২। ফলে সফট ল্যান্ডিং হয়নি বলে প্রতীয়মান হচ্ছে। ঘণ্টায় প্রায় ৬ হাজার কিলোমিটার গতিবেগে চাঁদের ভূপৃষ্ঠে আছড়ে পড়ে চন্দ্রযানের ল্যান্ডার। যেখানে ৭ কিমি গতিবেগ থাকার প্রয়োজন ছিল। এই অভিযানে ভারত সরকারে খরচ হয় ১হাজার কোটি রুপি।
ইতিপূর্বে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া চন্দ্রবিজয় করেছে। তবে তা চাঁদের অন্য অঞ্চলে। ভারতের নভোযান চাঁদে অবতরণ করলে তারা চন্দ্রবিজয়ী চতুর্থ দেশ হিসেবে তালিকায় উঠে আসত।
এটিই হতো চাঁদের দক্ষিণ প্রান্তের সবচেয়ে কাছাকাছি যাওয়া প্রথম নভোযান।
Chandrayaan-2 is an Indian lunar mission that was supposed to go fearlessly into the Moon's the South Pole. This effort was the discovery of the moon that benefited all of India and humanity. On July 22, the Indian Space Agency launched Isro Chandrayan-2 to launch the moon. It was supposed to land on the south polar region of the moon of Vikram Lander, sent by Chandrayaan-2 on September 23 today. At that time, Indian Prime Minister Narendra Modi sat in the office of the Indian Space Agency ISRO and waited for a successful operation. At the last moment, the lander was only a few kilometers away from the surface of Chad, and Chandrajan-2 disappeared.
ISRO chairman Shivan K. Kaul told that Chandrayaran-2 had lost contact with the Chandrapur-II just a few seconds before it touched the moon. Then the Prime Minister tweeted Narendra Modi with the intention of stunned scientists. In this, he said, proud country for you.
Chandrajan failed to reduce his speed within the stipulated time. The result appears to be no soft landing. The moon lander trapped on the surface of the moon at a speed of around 5,000 km an hour. Where it was necessary to have a speed of 5 km. The expenditure of the expenditure on the Indian government was Rs 1,000 crore.
In the past, the United States, China, and Russia have won the moon. However, it is in other regions of the moon. When India landed on the Navajo Moon, they would rise to the list as the fourth country in the lunar calendar. This was the first Navajo closest to the southern end of the Moon.