সুজানগর থানার অভিযানে এক ইভটিজার গ্রেফতার এবং মোবাইল কোটের মাধ্যমে সাজাঁ প্রদান

 সুজানগর থানার অভিযানে এক ইভটিজার গ্রেফতার এবং মোবাইল কোটের মাধ্যমে সাজাঁ প্রদান।  



মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ০৫/১২/২০২২ তারিখ সুজানগর থানাধীন দুলাই বিদ্যালয়ের সুজানগর সামনে অভিযান চালিয়ে একজন উত্যক্তকারীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড প্রদান করা।


উত্যক্তকারী হলোঃ 

১. শাকিল (২০) 

পিতা-মোঃ আবুল কালাম প্রামানিক

সাং-দুলাই

থানা- সুজানগর,

জেলাঃ- পাবনা। 


উল্লেখ্য যে, উক্ত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url