পাবনা বেড়ায় হারানো মোবাইল উদ্ধার
সুত্রঃ- বেড়া মডেল থানার জিডি নং-৬৭৮ তাং ১৬/৪/২২ ইং মুলে আমি এএসআই/মোঃ আব্দুল মতিন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া একটি হারানো Realme C17 Mobile যাহার IMEI 868529041077198 ফোনটি মোঃ জাকারিয়া,পিতা-নজরুল ইসলাম,সাং- মন্ডলযানী,সদর থানা,জেলা-সিরাজগঞ্জ র ,নিকট হইতে উদ্ধার পূর্বক জিডিকারী দীলিপ হালদার,পিতা- মৃত ভাগ্যভান হালদার,সাং-বনগ্রাম,-থানা-বেড়া,জেলা-পাবনা কে তাহার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে অফিসার ইনচার্জ বেড়া থানার নির্দশনাক্রমে উদ্ধারকৃত মোবাইলটি হস্তান্তর করিলাম।
জিডি-১০৭ তাং-০৩/১২/২২ইং