গুরুদাসপুর থানা এলাকায় মাদক বিরোধী ও W/A তামিল অভিযান পরিচালনা কালে ৩০০ (তিনশত) পিচ ইয়াবাসহ
গুরুদাসপুর থানা এলাকায় মাদক বিরোধী ও W/A তামিল অভিযান পরিচালনা কালে ৩০০ (তিনশত) পিচ ইয়াবাসহ
আসামী ১। মোঃ শাহাদত হোসেন (২৭), পিতা- মোঃ রোস্তম আলী, সাং-বাঘলবাড়ী, থানা - চাটমোহর , জেলা - পাবনা। ০২।মোঃ জাহিদুল ইসলাম (৩৬), পিতা - মোহাম্মদ আলী, সাং- ঝিনাইগারী কলকতি, থানা - ভাঙ্গুরা, জেলা - পাবনা। ০৩। মোঃ সম্রাট হোসেন (২২), পিতা - মোঃ আমজাদ হোসেন, সাং- ঝিনাইগারী কলকতি, থানা - ভাঙ্গুরা, জেলা - পাবনাকে গ্রেফতার করা হয়। এতদসংক্রান্তে গুরুদাসপুর থানার মামলা নং-১৩ (১১) ২০২২ খ্রি: রুজু হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।