৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০২ (দুই) কেজি শুকনা গাঁজাসহ ০১ জন গ্রেফতার

 “৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০২ (দুই) কেজি শুকনা গাঁজাসহ ০১ জন গ্রেফতার”



অদ্য ২৩/১১/২০২২ খ্রিঃ ০৭.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মসজিদপাড়াস্থ সুরুচি ফুড ফ্যাক্টরীর পূর্ব পাশে বগুড়া টু যশোর মহাসড়কের পাকা রাস্তার উপর, বগুড়া হইতে যশোরগামী, জি.এস ট্রাভেলস্ পরিবহন, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৭২১৮ তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাড়ীর সিট নং-F-1 এ বসা যাত্রীর নিকট হইতে ০২ (দুই) কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,০০,০০০ (এক লক্ষ) টাকা। আসামী ০১। মোঃ দোলোয়ার হোসেন (৪৬), পিতা-মৃত ফজলুল হক, মাতা-মোছাঃ ফাতেমা খাতুন, সাং-দৌলদিয়া পুরাভিটা, থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) আল-আচানুল কবির, এসআই (নিঃ) ফরিদ মিয়া, এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন, এএসআই (নিঃ) মোঃ বাচ্চু মিয়া, কং/মোঃ মানিক মিয়া, কং/মোঃ শাহীন আলম, কং/পারভেজ হোসেন এবং নারী কং/আদরী রায় এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২৩ নভেম্বর, ২০২২ এ ৫:০৪ PM

    ধন্যবাদ এপিবিএন পুলিশকে।

Add Comment
comment url