সুজানগর থানার ধারাবাহিক অভিযানে এক মাদক চাষকারী মাদকদ্রব্য গাঁজার গাছ সহ গ্রেফতার
সুজানগর থানার ধারাবাহিক অভিযানে এক মাদক চাষকারী মাদকদ্রব্য গাঁজার গাছ সহ গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ০৭/১১/২০২২ তারিখ সুজানগর থানাধীন ভাটপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ জাকির হোসেন বিপুল এর বসত ঘরের উত্তর পাশে টিনের তৈরি টযলেট সংলগ্ন জায়গায় ৫ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজার গাছ সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদক চাষকারী হলোঃ
১.মোঃ জাকির হোসেন বিপুল (৩৬), পিতা-মৃত মকবুল হোসেন , গ্রাম- ভাটপাড়া, থানা- জানগর, জেলা –পাবনা।