বগুড়া সদর থানার মাদক বিরোধী অভিযানে শহরের ছিলিমপুর চার রাস্তার মোড় থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ আটক।
বগুড়া সদর থানার মাদক বিরোধী অভিযানে শহরের ছিলিমপুর চার রাস্তার মোড় থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ আটক।
[১০ নভেম্বর ২০২২ খ্রি.]
পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় বগুড়া জেলায় মাদক বিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ১০ (অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৪.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসান সঙ্গীয় ফোর্স সহ বগুড়া শহরের ছিলিমপুর চার রাস্তার মোড় থেকে ৩ মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর আহম্মেদ নগরের নূরুল ইসলামের ছেলে সেলিম (৪৫), কেরানীগঞ্জ গোলচর এলাকার রহিমের ছেলে রকি (৩০), ব্রাহ্মনবাড়িয়া আড়াইহাজার গ্রামের কুদ্দুসের ছেলে আনোয়ার (৩৬)।
উল্লেখ্য, গ্রেফতারকৃতদের মধ্যে সেলিমের নামে দেশের বিভিন্ন জেলায় ১০টি মাদক ও অস্ত্র মামলা এবং রকির নামে ৫টি মাদক মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।