বগুড়ায় গাঁজাসহ আটক ১
টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ১.৫০০ (এক কেজি পাঁচশত) গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ১.৫০০ (এক কেজি পাঁচশত) গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং-০৪/১১/২০২২ তারিখ ২০.২৫ ঘটিকার সময় বগুড়া জেলার আদমদিঘী থানাধীন শান্তাহার ইয়ার্ড কলোনী ফুসুওয়ালী জামে মসজিদের দক্ষিন পার্শে শান্তাহার টু সাইলোগামী পাকা রাস্তায় রূপক ইলেকট্রক্সি দোকানের সামনে হইতে ১.৫০০ (এক কেজি পাঁচশত) গ্রাম গাঁজাসহ আসামী ১। মোঃ আনছার আলী (৬৮), পিতা মৃত ফরিদ খান, সাং জামিলনগর মসজিদের সামনে, হোল্ডিং নং বঃপৌঃ/০৮-১১১৬ (মিনা ভিলা), ওয়ার্ড নং-৮, থানা ও জেলা বগুড়া (বর্তমান ঠিকানা আদমদিঘী থানাধীন শান্তাহার ইয়ার্ড কলোনী ফুসুওয়ালী জামে মসজিদের সামনের গলি) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার আদমদিঘী থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903