আন্তঃজেলা চোর চক্রের ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার
আন্তঃজেলা চোর চক্রের ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার
রাণীনগর থানার মামলা নং- ২৩, তাং- ১৯/০৯/২০২২ খ্রিঃ, ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০ রুজু করিয়া তদন্তভার এসআই/ মোঃ সাজ্জাদ হোসেন এর উপর অর্পন করা হয়। তদন্তকালে জনাব মুহাম্মদ রাশিদুল হক, পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের দিক নির্দেশনায়, জনাব মোঃ গাজিউর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মহোদয়ের নেতৃত্বে এবং জনাব মোহাম্মাদ রকিবুল হাসান ইবনে রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্ববধানে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ সাজ্জাদ হোসেন, রাণীনগর থানা, নওগাঁ এবং এসআই/ মোঃ বদরুদ্দোজা জিমেল, জেলা গোয়েন্দা শাখা, নওগাঁগণ গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত করেন এবং জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ জন আসামি গ্রেফতার করা হয়। উক্ত সময়ে আসামীদের হেফাজত হতে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি মটরসাইকেল, একটি কাটার এবং চুরি যাওয়া ১৪ টি মোবাইল ফোন যাহার মূল্য ২,৪৫,৭৯০/- (দুই লক্ষ পয়তাল্লিশ হাজার সাতশত নব্বই) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার পরবর্তী আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে কয়েকজন ৭/৮ বার বিভিন্ন অপরাধে জেল খেটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নওগাঁ সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় অসংখ্য চুরির ঘটনার সাথে জড়িত এবং তারা সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেল, দোকান, মাছ, ব্যাটারী চুরিসহ আরো বিভিন্ন অপরাধের সাথে জড়িত মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ জেলহাজতে প্রেরণ করা হইতেছে।